প্রকাশিত: Tue, Apr 25, 2023 5:08 PM
আপডেট: Sun, May 11, 2025 9:31 PM

দুবাইয়ের মানব সৃষ্ট দ্বীপে রেকর্ড দামে বালুর প্লট বিক্রি

সাজ্জাদুল ইসলাম: এটি কোন সুরম্য ভবন নয়। বিলাসবহুল কোন পেন্টহাউসও নয়। কিংবা নকশাদার এপার্টমেন্ট ভবনও নয়। এটি দুবাইয়ে মানব সৃষ্ট দ্বীপের নিছক বালুময় প্লট। যা চড়া দামে বিক্রি হলো। সিএনএন

গত ১৯ এপ্রিল এ প্লট বিক্রি হলো সাড়ে ১২ কোটি দিরহামে (৩ কোটি ৪০ লাখ ডলার)। এ বিক্রি রেকর্ড গড়েছে। বিদেশী সম্পদের অব্যাহত আগমন প্রবাহে দেশটি উপকৃত হচ্ছে।

জুমেইরাহ উপসাগরীয় দ্বীপের সাড়ে ২৪ হাজার বর্গফুট আয়তনের সিন্ধুঘোটক আকৃতির খালি প্লটটি রেকর্ড দামে যিনি কিনলেন তার নাম প্রকাশ করা হয়নি। প্রতি স্কয়ার ফুটের দাম এরপর পৃষ্ঠা ৭, সারি 

(শেষ পৃষ্ঠার পর) পড়েছে ৫০০০ দিরহাম। নাইট ফ্রাঙ্ক নামক একটি প্রতিষ্ঠান ক্রয় চুক্তি করে। দুবাইয়ের মূল ভূখন্ডের সঙ্গে কৃত্রিম দ্বীপটির সংযোগের  জন্য রয়েছে একটি সেতু। ক্রেতা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন না। তিনি প্লটটিতে একটি পারিবারিক অবকাশ ভবন নির্মাণ করার পরিকল্পনা করেছেন। নাইট ফ্রাঙ্কের প্রাইম রেসিডেন্সিয়ালের প্রধান এন্ড্রু কামিংস একথা জানান।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে যা আসে তা হলো সুরম্য ভবন, চোখ ধাধানো পেইন্টহাউস নয়। কিন্তু এ প্লটটি দামের ক্ষেত্রে রেকর্ড করেছে। দুবছর আগে এ জমি কেনা হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ দিরহাম মূল্যে। বিক্রি থেকে লাভ হয়েছে ৮ কোটি ৮৫ লাখ ডলার।

দুবাই হচ্ছে রিয়েল এস্টেটের সবচাইতে গুরুত্বপূর্ণ মার্কেট। তেলের উচ্চ মূল্যসহ নানা কারণের বিশ্বের ধনীদের আকর্ষণের কেন্দ্র হচ্ছে এ নগরী। নগণ্য কর ও অনেকটা অপরাধ প্রবণতাহীন  অঞ্চল হওয়ার কারণে ধনী ব্যক্তিরা দুবাইকে বেশি পছন্দ করেন বিনিয়োগে। 

দুবাইয়ের এ দ্বীপটিতে বুলগারি রিসোর্ট অবস্থিত। এটি হচ্ছে দুবাইয়ের সবচাইতে ব্যয়বহুল হোটেল। লাইটহাউস টাওয়ার আছে এখানে। এমনকি নির্মিত হওয়ার আগেই এর এপার্টমেন্টের দাম অনেক বেশি নির্ধারিত হয়। ৯ বেডরুপ ও ৫ পার্কিং স্পেসের একটি এপার্টমেন্টের দাম ফেব্রুয়ারিতে ছিল ৪ কোটি ১০ লাখ দিরহাম। সম্পাদনা: ইমরুল শাহেদ